বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে রস্তম আলী (৪০) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে, মরদেহ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা আশুলিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান গণমাধ্যমকে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মূলত হত্যাকারীরা ওই যুবককে অন্য স্থানে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছেন। নিহতের গলায় একটি গুলির চিহ্ন রয়েছে।”
নিহত রস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0