বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বলেন, “কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায়, অবশ্যই তা কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা-বাণিজ্য কতটুকু সহায়তা দিচ্ছি।”
তিনি জানান, সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্য মাঝারি পর্যায়ে স্থিতিশীল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। তারা ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে। সেখানে মোটামুটি আমরা কমফোর্টেবল পজিশনে আছি।”
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “মূল্যস্ফীতিতে কোনও কিছুই তেমন প্রভাব ফেলছে না। আমরা যতোই আমদানি করি সরবরাহ বাড়াই। তবে বড় সমস্যা হলো পাইকারি ও খুচরা বাজারে। পৃথিবীর অন্যান্য দেশে এটা কমই হয়। সম্প্রতি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।”
কর্মসংস্থান সৃষ্টিতে সরকারী উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, হবিগঞ্জে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা হাইটেক প্রযুক্তি ব্যবহার করবে না, বরং রাস্তা প্রশস্ত করার মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করবে। তবে সবচেয়ে বেশি দরকার ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কর্মসংস্থান।
এলএনজি আমদানিতে পিটার হাসের কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “আমরা তো আন্তর্জাতিক বাজার যাচাই করে দেখি। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চায়না, সিঙ্গাপুর সব বাজার কম্পেয়ার করি। এতো সহজ না, যে যুক্তরাষ্ট্রকে দিয়ে দেব। পিটার হাসের কোম্পানিকে কোনটি আমরা ভালো করে জানিও না।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “সার আনে বেশির ভাগ কৃষি ও শিল্প মন্ত্রণালয়। এটা তাদের দায়িত্ব। আমরা বিষয়টা আরও খতিয়ে দেখবো।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0