বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: পারস্পরিক নির্ভরতা ও আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি মনে করেন, ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উভয় দেশের জন্য স্বস্তিদায়ক করার মাধ্যমেই এ সম্পর্ক আরও দৃঢ় হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে ২০২৪ ও ২০২৫ এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় হাইকমিশনার তার বক্তব্যে ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশলের নানা দিক তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক প্রশাসনের সংস্কার, গ্লোবাল সাউথের স্বার্থ সংরক্ষণসহ অন্তর্ভুক্তিমূলক ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
এসময় তিনি ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট নীতি’, ‘মহাসাগর মতবাদ’ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত-বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক সংহতির জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।’
হাইকমিশনার আরও উল্লেখ করেন, ‘ভারত পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক অন্বেষণ অব্যাহত রাখবে।’
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0