মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন।

এ ব্যাপারে জানতে মেজবাউল হককে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে অপসারণের জন্য চিঠিও ইস্যু করা হয়।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0