বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় ৭০–৮০ জন কর্মী নিয়ে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক, তিনি জানান, সকালে সাত আট জন এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদেরকে চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ওরে তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরে ফেললে আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করেছে। আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে পুলিশের উপস্থিতিতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে পুলিশ ৬ জনকে হাতেনাতে ধরে ফেলে, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0