মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটার চরে ভেসে এলো অর্ধগলিত লাশ

নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তাঁর পরনে একটি জলপাই রঙের হাফপ্যান্ট ছিল।

ছবি-বাংলাফ্লো

জেলা প্রতিনিধি

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কুদ্দুস হাওলাদার জানান, সকালে সৈকতের দিক থেকে বাতাসে দুর্গন্ধ আসায়, তাঁরা সেদিকে এগিয়ে যান। এ সময় জোয়ারের পানির সঙ্গে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে তাঁরা দ্রুত কুয়াকাটা নৌপুলিশকে খবর দেন।

খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় তাঁর পরনে একটি জলপাই রঙের হাফপ্যান্ট ছিল।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্র থেকে ভেসে এসে চরে আটকে গেছে এবং এটি কোনো জেলের মরদেহ হতে পারে।”

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত সব ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এখনও পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0