মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

উজানের ঢলে বাড়ছে কুড়িগ্রামের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে, যার ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম: টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, দুধকুমার ও তিস্তা নদী বিপৎসীমার খুব কাছাকাছি চলে এসেছে এবং নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। পানিতে তলিয়ে যাচ্ছে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেত, যা চরাঞ্চলের কৃষকদেরকে এক বিরাট ক্ষতির মুখে ফেলে দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী:

নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাউনিয়া পয়েন্টে পানি কিছুটা কমলেও, বিপৎসীমার মাত্র ১৮ সেন্টিমিটার নিচে রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান জানিয়েছেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে, যার ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রাজারহাট উপজেলার তিস্তা অববাহিকার মাঝের চর এলাকার কৃষক তাজ উদ্দিন বলেন, “তিস্তার পা‌নি কখন বা‌ড়ে কখন ক‌মে কিছুই বু‌ঝি না। পা‌নি বাড়ার ফ‌লে আমার প্রায় দুই একর জ‌মির আমন ক্ষেত পা‌নি‌তে ত‌লি‌য়ে গে‌ছে।” তাঁর মতো আরও অনেক কৃষকই এখন ফসল হারানোর আশঙ্কায় দিন গুনছেন।

সব মিলিয়ে, কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের মধ্যে এখন বন্যা আতঙ্ক বিরাজ করছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0