বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সিলভার সার্ফার নারী কেন? ভুল ভাঙালেন জুলিয়া, জানালেন আসল পরিচয়

১৯৬৮ সালের ‘দ্য সিলভার সার্ফার’ কমিকের প্রথম সংখ্যাতেই এই নারী চরিত্রটির আত্মপ্রকাশ ঘটে। সুতরাং, নির্মাতারা কোনো পুরুষ চরিত্রকে নারীতে রূপান্তর করেননি, বরং কমিকসের একটি শক্তিশালী নারী চরিত্রকেই পর্দায় নিয়ে এসেছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এমি এবং গোল্ডেন গ্লোব জয়ী অভিনেত্রী জুলিয়া গার্নার এবার পা রাখছেন মার্ভেলের সুপারহিরোর দুনিয়ায়। ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমায় তিনি সিলভার সার্ফার চরিত্রে অভিনয় করছেন। তবে এই চরিত্রে একজন নারীকে কাস্ট করা নিয়ে সামাজিক মাধ্যমে কিছু ভক্ত আপত্তি জানালে, সম্প্রতি ছবির প্রিমিয়ারে এই বিতর্কের জবাব দিয়েছেন অভিনেত্রী এবং তাঁর চরিত্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছেন।

সমালোচনার জবাবে জুলিয়া: লন্ডনে ছবির প্রিমিয়ারে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়া গার্নারকে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “এসব নিয়ে ভাবলে চলবে না, নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। কারণ, এসব নিয়ে যত ভাববেন, তত আপনার মনোযোগ ভিন্ন দিকে চলে যাবে। দিন শেষে কাজটাই ক্ষতিগ্রস্ত হবে।” তাঁর এই পেশাদারী মনোভাব সমালোচনার এক সুন্দর এবং বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছে।

চরিত্রের আসল পরিচয়: বিতর্কের জবাবে জুলিয়া আরও একটি বড় বিষয় পরিষ্কার করেন। তিনি জানান, তিনি প্রচলিত পুরুষ সিলভার সার্ফার (নরিন র‍্যাড) চরিত্রে অভিনয় করছেন না। তিনি মূলত সিলভার সার্ফারের ভিন্ন এক সংস্করণ, কমিকবুকের একটি প্রতিষ্ঠিত নারী চরিত্র ‘শাল্লা-বাল’-এর ভূমিকায় অভিনয় করেছেন। কমিকপ্রেমীরা জানেন, ১৯৬৮ সালের ‘দ্য সিলভার সার্ফার’ কমিকের প্রথম সংখ্যাতেই এই নারী চরিত্রটির আত্মপ্রকাশ ঘটে। সুতরাং, নির্মাতারা কোনো পুরুষ চরিত্রকে নারীতে রূপান্তর করেননি, বরং কমিকসের একটি শক্তিশালী নারী চরিত্রকেই পর্দায় নিয়ে এসেছেন।

নতুন চ্যালেঞ্জে ‘রহস্যকন্যা’: ‘ওজার্ক’, ‘ইনভেনটিং আনা’র মতো সিরিজে অভিনয় করে জুলিয়া গার্নার দর্শকের কাছে ‘রহস্যকন্যা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার সুপারহিরোর এই চরিত্রটি তাঁর ক্যারিয়ারের এক নতুন এবং ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, ছবির প্রথম ট্রেলারে দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং একজন শিল্পী হিসেবে এই কাজটি নিয়ে তিনি খুব গর্বিত।

ম্যাট শেকম্যান পরিচালিত এবং পেদ্রো পাসকাল, ভানেসা করবির মতো তারকাখচিত এই সিনেমাটি আগামী ২১ জুলাই মুক্তি পাবে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0