এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: 'বাহুবলী’ সিনেমার সেই বিখ্যাত দৃশ্য— যেখানে নায়ক বাহুবলী (প্রভাস) যুদ্ধরতা নায়িকা অবন্তিকা (তামান্না ভাটিয়া)-কে জোর করে সাজিয়ে দিচ্ছেন, তাঁর পোশাকের একাংশ খুলে ফেলছেন। মুক্তির পর থেকেই এই দৃশ্যটি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। অনেকেই এটিকে ধর্ষণের সঙ্গে তুলনা করে ‘অবন্তিকার ধর্ষণ’ বলে অভিহিত করেছিলেন। অবশেষে দীর্ঘ সময় পর, এই বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি সাফ জানিয়ে দিলেন, ওই দৃশ্যটি ধর্ষণ নয়, বরং এটি ছিল এক পুরুষের সাহায্যে একজন নারীর নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া বলেন, “কেউ যদি মনে করে যৌনতা ও শরীর এগুলো খারাপ বিষয়, তাহলে বলতে হয়— এটা তাদের দৃষ্টিভঙ্গি। পরিচালক খুব সুন্দর একটা বিষয় তুলে ধরতে চেয়েছিলেন। যা আপনাদের চোখে ধরা পড়ল অন্যকিছুতেই।”
তিনি আরও যোগ করেন, “একজন সৃজনশীল মানুষ হিসাবে আমি এ দৃশ্যকে ধর্ষণ বলে মানি না। এক পুরুষের মধ্যে সে (অবন্তিকা) নিজেকে খুঁজে পেয়েছিল।”
তামান্না জানান, সিনেমার পরিচালক এস. এস. রাজামৌলি তাঁকে দৃশ্যের বর্ণনা দিয়েছিলেন। অবন্তিকা চরিত্রটি সম্পর্কে রাজামৌলি বলেছিলেন, “অবন্তিকা ভীষণভাবে নারীসুলভ। কিন্তু সে আহত। সে সুন্দরী, সে প্রেম চায়। কিন্তু জীবনে প্রবল কষ্ট পাওয়ায় সে সবকিছু দূরে সরিয়ে দিতে চায়। নিজের গণ্ডির মধ্যে কাউকে সে আসতে দিতে দ্বিধাবোধ করে। ...এই পুরুষটি (বাহুবলী) অবন্তিকাকে ফের বোঝাতে সক্ষম হয়, সে কতটা সুন্দর।”
পরিচালকের এই ভাবনাকে সম্মান জানিয়ে তামান্না বলেন, এই দৃশ্য নিয়ে ওঠা বিতর্কে তিনি কান দিতে নারাজ। তাঁর মতে, এটি মানুষের সংকীর্ণ ভাবনাচিন্তারই প্রতিফলন।
উল্লেখ্য, ‘বাহুবলী’র বিশাল সাফল্যের পর তামান্না ভাটিয়া দক্ষিণী সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আগামী দিনে তাঁকে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে একটি হিন্দি ছবিতেও দেখা যাবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0