এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘তোমাদের গল্প’। এবার সেই জনপ্রিয়তায় যোগ হলো নতুন এক মাইলফলক। সম্প্রতি নাটকটি ইউটিউবে ২ কোটি ৬০ লাখ (২৬ মিলিয়ন) ভিউয়ের বিশাল চূড়া অতিক্রম করেছে। যখন চারদিকে থ্রিলার আর বাণিজ্যিক কনটেন্টের জয়জয়কার, তখন একটি নিখাদ পারিবারিক গল্পের এই আকাশচুম্বী সাফল্য প্রমাণ করে, দর্শকরা এখনো শেকড়ের টানে এবং আবেগের গল্পেই সাড়া দেন।
সাফল্যের নেপথ্যে:
‘তোমাদের গল্প’ নাটকটির এই বিপুল সাফল্যের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, এর সহজ-সরল কিন্তু হৃদয়স্পর্শী কাহিনী। সিদ্দিক আহমেদের লেখা চিত্রনাট্যে ও এম এম কামাল রাজ এর পরিচালনায় শহরের কোলাহল থেকে গ্রামে ফেরা এক তরুণের চোখে যৌথ পরিবারের আনন্দ-বেদনা এবং অটুট বন্ধনকে তুলে ধরা হয়েছে। ঢাকার বাইরে একটি পুরোনো বাড়িতে করা শুটিং নাটকটিকে দিয়েছে এক বাস্তবসম্মত আবহ।
দ্বিতীয়ত, নাটকের অভিনয়শিল্পীদের অনবদ্য অভিনয়। ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী জুটির মিষ্টি রসায়ন দর্শকদের মন জয় করেছে। তাঁদের খুনসুটি এবং একে অপরের প্রতি মায়া ছিল নাটকটির প্রাণ। তবে সবচেয়ে বড় শক্তি ছিল দিলারা জামান এর মত প্রবীণ শিল্পীদের উপস্থিতি । আরো ছিলেন সাবেরি আলম,শিল্পী সরকার অপু,মনিরা মিঠু,এমএন রাজু,নাদের চৌধুরী
দর্শকদের ভালোবাসায় সিক্ত:
মুক্তির পরপরই ‘তোমাদের গল্প’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে। তবে এর আসল সাফল্য লুকিয়ে আছে মন্তব্যঘরে। ২৬ মিলিয়ন দর্শকের পাশাপাশি হাজার হাজার মন্তব্যে ভরে গেছে ইউটিউব। দর্শকরা জানিয়েছেন, নাটকটি দেখে তাঁরা আবেগাপ্লুত হয়েছেন, অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে দেখার মতো একটি রুচিশীল নাটক উপহার দেওয়ার জন্য তাঁরা পরিচালক ও পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
সব মিলিয়ে, ‘তোমাদের গল্প’ শুধু একটি নাটক নয়, এটি বর্তমান সময়ের জন্য একটি প্রয়োজনীয় বার্তা। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আরও একবার প্রমাণ করলেন, একটি ভালো এবং মানবিক গল্প বলার জন্য কোনো অতিনাটকীয়তার প্রয়োজন হয় না; প্রয়োজন হয় শুধু সততা আর নিখুঁত নির্মাণের।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0