এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ব্যতিক্রমী পোশাক এবং সপাট মন্তব্যের জন্য প্রায়শই যিনি খবরের শিরোনামে থাকেন, সেই নেটপ্রভাবী ও অভিনেত্রী উরফি জাভেদ এবার এক ভয়ংকর অনলাইন হেনস্থার শিকার। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি তাঁর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে এবং ইতোমধ্যেই কিছু বিকৃত ছবি ফাঁস করেও দিয়েছে। তবে ভয়ে চুপ করে না থেকে, উরফি এবার সেই হেনস্থাকারীর বিরুদ্ধে প্রকাশ্যে রুখে দাঁড়িয়েছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ,মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উরফি জাভেদ অভিযুক্ত ব্যক্তির অ্যাকাউন্টের ছবি শেয়ার করে লেখেন, “এই লোকটি আমাকে হেনস্তা করছে। হুমকি দিচ্ছে— আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেবে। এমনকি কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে।”
প্রযুক্তির এমন অপব্যবহারে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী সব করছে।”
উরফি শুধু নিজের কথাই বলেননি, এই ধরনের হেনস্থার শিকার হওয়া অন্য নারীদের জন্যও এক বলিষ্ঠ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমি এর বিরুদ্ধে একটি অভিযোগ করব। অন্য নারীদেরও বলছি— আপনারাও এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কোনো সমস্যার কারণ নয়। এই লোকগুলোই সমাজের কলঙ্ক।”
এর আগেও, ১৫ বছর বয়সী এক কিশোরের করা অশ্লীল মন্তব্য নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন উরফি। বারবার হেনস্থার শিকার হয়েও, তাঁর এই রুখে দাঁড়ানোর সাহস এবং অন্য নারীদেরকে প্রতিবাদ করতে উৎসাহিত করার মানসিকতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0