বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ডেটিং অ্যাপে কার সঙ্গে কথা বলছেন? সতর্ক করলেন দেবচন্দ্রিমা

এই ঘটনায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঐ প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথাও বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি ঐ প্রোফাইলটিকে আসল ভেবে প্রতারিত হন, সেটাই তাঁর সবচেয়ে বড় চিন্তার কারণ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: তারকাদের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করার ঘটনা নতুন নয়। অতীতে লারা দত্ত, রাজ চক্রবর্তীর মতো তারকারা এই ধরনের ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের নাম। সম্প্রতি একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে তাঁর নামে খোলা হয়েছে ভুয়া প্রোফাইল, যা নিয়ে বেশ আতঙ্কিত এবং বিরক্ত এই অভিনেত্রী।

যেভাবে ঘটনা প্রকাশ্যে এলো: সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি স্টোরি দিয়ে দেবচন্দ্রিমা এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি স্পষ্ট লেখেন, “আমার নামে ভুয়া প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।” এই ঘটনায় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঐ প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথাও বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি ঐ প্রোফাইলটিকে আসল ভেবে প্রতারিত হন, সেটাই তাঁর সবচেয়ে বড় চিন্তার কারণ।

ভক্তদের প্রতি সতর্কবার্তা: এই প্রতারণার ফাঁদ থেকে ভক্ত ও অনুসারীদের বাঁচাতে তিনি সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি কখনোই কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করেননি। দেবচন্দ্রিমার কথায়, “কোনও দিনই আমার ডেটিং অ্যাপে কোনও প্রোফাইল ছিল না। আর বয়সও পেরিয়ে গেছে।”

তিনি আরও যোগ করেন, “আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না। কিন্তু এসবে আমার কোনও আগ্রহ নেই। তাই যদি কেউ আমার নামে কোনও প্রোফাইলের সঙ্গে কথা বলে থাকেন তা হলে তা একেবারে ভুয়া।”

সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই দেবচন্দ্রিমা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এড়িয়ে চলেন। তার উপর পরিচয় চুরির এই ঘটনা তাঁকে নতুন করে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলে দিল। এই ঘটনা আবারও প্রমাণ করলো, খ্যাতির আলোয় থাকার পাশাপাশি তারকাদের প্রায়শই এমন অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হতে হয়।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0