বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সোনু সুদের ফ্ল্যাট বিক্রির নেপথ্যে কোন রহস্য?

অনেকেই মনে করছেন, হয়তো তিনি নতুন কোনো বড় প্রকল্পে বিনিয়োগের জন্য এই অর্থ ব্যবহার করবেন। আবার কেউ কেউ ধারণা করছেন, তাঁর দাতব্য সংস্থা পরিচালনার জন্যও এই অর্থের প্রয়োজন হতে পারে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: করোনা মহামারীর সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যিনি ‘রিয়েল লাইফ হিরো’ উপাধি পেয়েছিলেন, সেই জনপ্রিয় অভিনেতা ও জনদরদি সেলিব্রিটি সোনু সুদ আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা মানবিক কাজের জন্য নয়, আলোচনার কেন্দ্রে এসেছে তাঁর ব্যক্তিগত সম্পত্তি বিক্রির খবরে। সম্প্রতি তিনি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ১৩০ কোটি রুপির বেশি সম্পদের মালিক হয়েও, সোনু সুদ হঠাৎ কেন তাঁর ফ্ল্যাটটি বিক্রি করলেন?

ভারতের ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর)-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোনু সুদ মুম্বাইয়ের অভিজাত এলাকা লোখান্ডওয়ালার মিনার্ভা বিল্ডিংয়ে অবস্থিত তাঁর ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন। চলতি আগস্ট মাসেই এই লেনদেন রেজিস্ট্রি করা হয়েছে।

জানা গেছে, ২০১২ সালে সোনু সুদ ফ্ল্যাটটি ৫ কোটি ১৬ লাখ রুপিতে কিনেছিলেন। প্রায় ১৩ বছর পর, তিনি এই ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় ২ কোটি ৯৪ লাখ রুপি লাভ করলেন।

যদিও এই বিষয়ে সোনু সুদ নিজে এখনও পর্যন্ত মুখ খোলেননি, তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, হয়তো তিনি নতুন কোনো বড় প্রকল্পে বিনিয়োগের জন্য এই অর্থ ব্যবহার করবেন। আবার কেউ কেউ ধারণা করছেন, তাঁর দাতব্য সংস্থা পরিচালনার জন্যও এই অর্থের প্রয়োজন হতে পারে।

অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্য সোনু সুদ দীর্ঘদিন ধরেই প্রশংসিত। করোনা সংকটে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য ষাঁড় উপহার দেওয়া— নানাভাবেই তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।

কাজের ক্ষেত্রে, তাঁকে সর্বশেষ ‘ফতেহ’ সিনেমায় দেখা গেছে, যার মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তবে বর্তমানে তাঁর হাতে নতুন কোনো সিনেমার কাজ নেই। সোনু সুদের এই ফ্ল্যাট বিক্রির পেছনের আসল কারণ যা-ই হোক না কেন, তাঁর ভক্তরা আশা করছেন, তিনি এই অর্থও হয়তো মানুষের কল্যাণেই ব্যবহার করবেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0