বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সালমানের হাতের ব্রেসলেটটির আসল রহস্য কী?

এই ফিরোজা পাথর নাকি পরিধানকারীকে অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং কোনো বড় বিপদ আসার আগে পাথরটি নিজে থেকেই ফেটে যায়। এই বিশ্বাস থেকেই সালমান খান সবসময় এটি হাতে পরে থাকেন, যা তাঁকে সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখে বলে তিনি মনে করেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড ‘ভাইজান’ সালমান খানের পরিচয় যেন তাঁর হাতের ফিরোজা পাথরের ব্রেসলেটটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সিনেমার পর্দা থেকে শুরু করে বাস্তব জীবন— সর্বত্রই তাঁর হাতে দেখা যায় এই আইকনিক ব্রেসলেট। এটি এখন শুধু একটি অলংকার নয়, বরং সালমানের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট এবং তাঁর ভক্তদের কাছেও দারুণ জনপ্রিয়। কিন্তু কেন এই ব্রেসলেটটি সালমানের এত প্রিয়? কেন তিনি কখনোই এটি হাতছাড়া করতে চান না? অবশেষে সেই রহস্য উন্মোচন করেছেন অভিনেতা নিজেই।

বাবার দেওয়া উপহার: 

সালমান খান জানান, এই ব্রেসলেটটি তাঁর জন্য অত্যন্ত বিশেষ, কারণ এটি তাঁর বাবা, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের দেওয়া উপহার। সালমান বলেন, বলিউডে পা রাখার পর তাঁর বাবা তাঁকে এই ব্রেসলেটটি উপহার দিয়েছিলেন। যদিও ছোটবেলায় তিনি ব্রেসলেট পরতে চাইতেন না, কিন্তু বাবার দেওয়া এই উপহারটি সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।

ব্রেসলেটের পাথরের বিশেষত্ব: 

শুধু বাবার উপহার বলেই নয়, এই ব্রেসলেটের পাথরের এক বিশেষ ক্ষমতার কথাও বিশ্বাস করেন সালমান। তিনি বলেন, “আমার ব্রেসলেটের মধ্যে যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে।”

এই পাথরের কার্যকারিতা নিয়ে তিনি যোগ করেন, “সব নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে এ পাথর।” শোনা যায়, এই ফিরোজা পাথর নাকি পরিধানকারীকে অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং কোনো বড় বিপদ আসার আগে পাথরটি নিজে থেকেই ফেটে যায়। এই বিশ্বাস থেকেই সালমান খান সবসময় এটি হাতে পরে থাকেন, যা তাঁকে সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখে বলে তিনি মনে করেন।

সিনেমার প্রয়োজনে কখনো কখনো ব্রেসলেটটি খুলতে হলেও, বাস্তব জীবনে তিনি মোটেও এটি হাতছাড়া করেন না। বাবার ভালোবাসা এবং আধ্যাত্মিক বিশ্বাস— এই দুইয়ের মেলবন্ধনেই সালমানের হাতের ব্রেসলেটটি হয়ে উঠেছে তাঁর পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ।



বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0