এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বন্ধু দিবসকে সামনে রেখে বন্ধুত্বের এক দারুণ গল্প নিয়ে বড় পর্দায় আসছে নতুন চলচ্চিত্র ‘উড়াল’। তিন তরুণের বন্ধুত্ব, সংগ্রাম আর ভালোবাসার রসায়ন নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে বন্ধু দিবসের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ আগস্ট। সম্প্রতি সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দেওয়া হয়েছে, যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
নতুনদের জয়গানের সিনেমা: ‘উড়াল’ সিনেমাটি সব দিক থেকেই এক নতুন সূচনা। এই একটি সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে জোবায়দুর রহমানের, প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন অভিনেতা শরীফ সিরাজ এবং চিত্রনাট্যকার হিসেবে প্রথম কাজ করেছেন আবদুল হালিম প্রামাণিক। শুধু তাই নয়, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছরের মধ্যে এবং তাঁদের বেশির ভাগেরই এটি প্রথম সিনেমা। অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ প্রমুখ।
বন্ধুত্বের বাস্তব রসায়ন: যেহেতু সিনেমার মূল গল্প বন্ধুত্বকে ঘিরে, তাই পর্দায় বন্ধুদের রসায়নটাকে জীবন্ত করে তোলার দিকে বিশেষ মনোযোগ দিয়েছেন নির্মাতা। জোবায়দুর রহমান বলেন, “পর্দায় বন্ধুদের রসায়নটা যাতে বোঝা যায়, সেদিকে আমাদের বিশেষ মনোযোগ ছিল। গ্রুমিং সেশন থেকেই অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধুত্ব তৈরির চেষ্টা করেছি। শুটিংয়েও তারা একসঙ্গে থেকেছেন, যা তাদের অভিনয়কে আরও সরল করেছে।”
মুক্তির আগেই প্রশংসা: আনুষ্ঠানিক মুক্তির আগেই ‘উড়াল’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে এর গল্প এবং নির্মাণের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। এই প্রশংসা নতুন টিমের জন্য বড় এক অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। নির্মাতা জোবায়দুর রহমান বলেন, “বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে অনেক প্রশংসা করেছেন। এবার দর্শকদের দেখার পালা। তাদের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।”
সব মিলিয়ে, একঝাঁক নতুন প্রতিভা এবং বন্ধুত্বের এক দারুণ গল্প নিয়ে তৈরি ‘উড়াল’ সিনেমাটি দর্শকদের জন্য এক নতুন ধরনের অভিজ্ঞতা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0