এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তাঁর ‘প্রেমিক’ মোহাম্মদ জিয়াউদ্দিন রুফির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে, হিমুর মৃত্যুর প্রায় দুই বছর পর, এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আদালত অভিযোগ গঠনের পাশাপাশি, আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ২ নভেম্বর রাতে অভিনেত্রী হোমায়রা হিমুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর মামা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন, যেখানে হিমুর প্রেমিক জিয়াউদ্দিন রুফিকে একমাত্র আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, রুফি গত ছয় মাস ধরে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার আগের দিন, ১ নভেম্বর, হিমু রুফির মোবাইল নম্বর ব্লক করে দিলে তাঁদের মধ্যে ঝামেলা হয়। ২ নভেম্বর বিকেলে রুফি হিমুর বাসায় আসেন। কিছুক্ষণ পর, তিনি চিৎকার করে জানান যে হিমু আত্মহত্যা করেছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, রুফি কৌশলে হিমুর দুটি মোবাইল ফোন নিয়ে চলে যান। এ ছাড়াও, হিমুর রুমে দুটি কাচের গ্লাস ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে।
মামলাটি তদন্ত শেষে, ২০২৪ সালের ৩১ আগস্ট, মামলার তদন্তকারী কর্মকর্তা রুফিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অবশেষে, অভিযোগ গঠনের মাধ্যমে হোমায়রা হিমুর এই রহস্যজনক মৃত্যুর বিচার প্রক্রিয়া এক ধাপ এগোল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0