বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষিকার পোষ্ট শেয়ার ,সমালোচনার মুখে সরিয়ে নিলেন তিশা

পূর্ণিমা দাস তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ভুল তথ্য ছড়াবেন না,” এবং দাবি করেন যে লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর এই পোস্টটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শেয়ার করেন। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও সেই পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার পর নিহতদের সংখ্যা নিয়ে সরকারি তথ্যের স্বচ্ছতা নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং অবিশ্বাস দানা বাঁধছে, ঠিক তখনই এক ভিন্ন বার্তা দিয়ে আলোচনায় আসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস। তিনি তাঁর এক ফেসবুক পোস্টে দাবি করেন, লাশের সংখ্যা গোপন করার তথ্যটি ভুল। আর সেই পোস্ট শেয়ার করেই এবার তীব্র সমালোচনার মুখে পড়লেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বুধবার (২৩ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের শিক্ষিকা পূর্ণিমা দাস তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ভুল তথ্য ছড়াবেন না,” এবং দাবি করেন যে লাশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর এই পোস্টটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শেয়ার করেন। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও সেই পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন।

শিক্ষিকার এই দাবির সঙ্গে একমত পোষণ করায়, তিশার পোস্টের নিচে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে। হাজার হাজার ‘হা-হা’ রিয়্যাক্ট এবং কড়া ভাষায় লেখা মন্তব্যে ভরে যায় তাঁর কমেন্ট বক্স। সাধারণ মানুষ এবং নেটিজেনদের একাংশ মনে করছেন, যখন অসংখ্য পরিবার তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না এবং সরকারি তথ্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না, তখন এমন একটি পোস্ট শেয়ার করাটা অত্যন্ত সংবেদনশীলহীন কাজ।

নেটাগরিকদের এই তীব্র তোপের মুখে, পোস্টটি করার প্রায় এক ঘণ্টার মধ্যেই অভিনেত্রী তিশা তাঁর টাইমলাইন থেকে সেটি সরিয়ে ফেলেন বা ডিলিট করে দেন যেটি এখন আর তার ফেসবুক ওয়ালে খুজে পাওয়া যাচ্ছে না ।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0