এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মাত্র ২৮ বছর বয়সেই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করলেন জনপ্রিয় মার্কিন পর্ন তারকা কাইলি পেজ। গত ২৫ জুন তাঁর লস অ্যাঞ্জেলেসের বাসভবন থেকে নিথর দেহ উদ্ধার করা হয়। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।
এক বন্ধুর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পুলিশের সন্দেহ, মাদকের ভয়াল ছোবলই কেড়ে নিয়েছে এই তরুণীর প্রাণ। ঘটনাস্থল থেকে শক্তিশালী মাদক ‘ফেন্টানিল’ উদ্ধারের ঘটনা এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। পর্দার অন্তরালে থাকা একাকিত্ব এবং মাদকের অন্ধকার জগৎ যে কীভাবে একটি উজ্জ্বল জীবনকে শেষ করে দিতে পারে, কাইলি পেজের এই মর্মান্তিক পরিণতি যেন তারই প্রতিচ্ছবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আপাতদৃষ্টে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে। তবে এখনো মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা কাইলি পেজের আসল নাম কাইলি পাইল্যান্ট।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0