এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: হলিউডের বিনোদন জগতে নেমে এলো আরও এক শোকের ছায়া। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী কেলি ম্যাক আর নেই। গত ২ আগস্ট আমেরিকার সিনসিনাটিতে মাত্র ৩৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুতন্ত্রের এক বিরল প্রকারের টিউমার (গ্লিওমা)-এর সঙ্গে লড়াই করছিলেন।
কেলির অকাল মৃত্যুতে তাঁর পরিবার এক আবেগঘন বিবৃতিতে জানায়, “একটি উজ্জ্বল, অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার উষ্ণতা, সৃজনশীলতা, আর চারপাশের মানুষকে ছুঁয়ে যাওয়ার যে ক্ষমতা ছিল, তা আমরা সবসময় মনে রাখব।”
তাঁর ‘দ্য ওয়াকিং ডেড’-এর সহ-অভিনেত্রী আলান্না ম্যাস্টারসন শোক প্রকাশ করে বলেন, “কেলি ছিল এক অসাধারণ মানুষ। আমাদের শেষ পর্বে তার সঙ্গে কাজ করতে পারাটা ছিল সৌভাগ্যের।”
১৯৯২ সালে জন্মগ্রহণ করা কেলি ম্যাক শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। অল্প বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে তাঁর মিডিয়ায় যাত্রা শুরু। এরপর তিনি ‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’ এবং ‘৯-১-১’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান।
অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তাঁর সংক্ষিপ্ত কিন্তু বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ৩৫টিরও বেশি অভিনয় এবং ৫টি প্রযোজনা প্রজেক্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এমন একজন প্রতিভাবান অভিনেত্রীর অকাল প্রয়াণে ব্রিটেনের থিয়েটার এবং টেলিভিশন অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0