মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে

আর দুই সাক্ষীর জবানবন্দি নেওয়ার মধ্যেই মামলার এই ধাপের কার্যক্রম শেষ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রায় শেষের পথে। আর দুই সাক্ষীর জবানবন্দি নেওয়ার মধ্যেই মামলার এই ধাপের কার্যক্রম শেষ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, এদিন মামলার ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তাঁর সাক্ষ্য চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটররা।

চিফ প্রসিকিউটর বলেন, “তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য দিচ্ছেন। তাঁর সাক্ষ্যগ্রহণ শেষে আমরা আশা করছি, আর দু-একজনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে।”

তিনি আরও জানান, আজ মঙ্গলবার নাহিদ ইসলাম ও একজন ফরমাল সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই পর্ব শেষ হতে পারে। “আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট অ্যাভিডেন্স আদালতে উপস্থাপন করা হয়েছে। তাই আর বেশি সাক্ষ্যগ্রহণের প্রয়োজন নেই,” বলেন তিনি।

এই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর মধ্যে চৌধুরী মামুনকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে এবং তাঁকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। তবে বাকি দুই আসামি পলাতক।

প্রসিকিউশনের দাবি, যেহেতু আসামিপক্ষ থেকে কোনো সাক্ষী আনার সম্ভাবনা নেই, তাই অচিরেই মামলাটি যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে।

প্রসঙ্গত, গত বছর ১৪ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তদন্ত শুরু হয় ওই বছরের ১৪ অক্টোবর এবং ছয় মাস ২৮ দিনে তদন্ত শেষে গত ১২ মে প্রতিবেদন দাখিল করা হয়। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ১০ জুলাই বিচার শুরুর আদেশ দেন। ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0