জেলা প্রতিনিধি
ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ এ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং গতকালের নাশকতাকারীদের বিচারের দাবিতে ভাঙ্গায় শান্তি মিছিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গা এক্সপ্রেস দক্ষিণপাড়া ঘুরে আবার ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এসে সমাবেশে পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী।
সমাবেশে তিনি বলেন, শুরু থেকেই ভাঙ্গার আন্দোলনের সঙ্গে বিএনপি যুক্ত ছিল এবং নেতৃত্ব দিয়ে আসছিল। বিষয়টি উচ্চ আদালতে যাওয়ার পর বিএনপি আন্দোলন থেকে সরে দাঁড়ালেও ফ্যাসিস্টদের দোসররা আন্দোলনে ঢুকে ভাঙচুর করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান।
মোদাররেস আলী আরও বলেন, শুধু ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৫ নামে একটি আসন ছিল। ২০০৮ সালে নির্বাচন কমিশন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ আসন গঠন করে। সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত হয়। তখন থেকেই ফরিদপুরের পাঁচ আসন ফেরানোর দাবিতে আন্দোলন চলছিল। কিন্তু বর্তমান ইসি গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করেছে। আমরা অভিন্ন ভাঙ্গা চাই এবং কেটে নেওয়া দুটি ইউনিয়ন ভাঙ্গায় ফেরত চাই। পাশাপাশি ফরিদপুরের পাঁচটি আসন রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি জানান, এ বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা বাজার শাখার এনসিপির প্রধান সমন্বয়ক মো. আশরাফ বক্তব্য দেন।
আন্দোলন স্থগিত ঘোষণা
আন্দোলনকারীরা জানিয়েছেন, জেলা প্রশাসকের আশ্বাস ও দুর্গাপূজার প্রস্তুতির কারণে মানুষের ভোগান্তি এড়াতে আজ দুপুর ১২টা থেকে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত আন্দোলন স্থগিত রাখা হয়েছে। এ সময়ে কোনো অবরোধ কর্মসূচি থাকবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করে, তবে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও জানান, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যে দাবি মানা না হলে পুনরায় লাগাতার আন্দোলনে নামা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0