বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিনটি গুদাম পুড়ে ছাই

ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি গুদাম ও ভেতরের মালামাল পুড়ে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে পাশের আব্দুল আজিজ এবং মিজানের গুদামে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ততক্ষণে আগুনে তিনটি ঝুট গুদামের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। ঝুট গুদামের ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকসসহ দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0