এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় দুই বছর ধরে চলা ঐতিহাসিক ‘ইরাস ট্যুর’ শেষ করে এক লম্বা ছুটিতে ছিলেন বিশ্বসংগীতের পপ সম্রাজ্ঞী টেলর সুইফট। প্রেমিক ট্রাভিস কেলসের সঙ্গে একান্তে সময় কাটিয়ে, নিজেকে ‘রিচার্জ’ করে অবশেষে তিনি ফিরলেন কাজে। সম্প্রতি তাঁকে লস অ্যাঞ্জেলেসে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিং করতে দেখা গেছে, যা তাঁর নতুন সংগীত পর্বের সূচনা বলে মনে করা হচ্ছে।
দ্য ইউএস সান-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) টেলর সুইফট লস অ্যাঞ্জেলেসে তাঁর নতুন মিউজিক ভিডিওর শুটিং করেন। প্রজেক্টটিকে ঘিরে এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল যে, তা অবাক করার মতো। একটি সূত্র জানিয়েছে, “এটি এতটাই গোপন ছিল যে সেটে কাজ করা ব্যক্তিদের গানটি শুনতেও দেওয়া হয়নি, কেবল বিট শুনতে দেওয়া হয়েছিল।” এই খবরেই স্পষ্ট যে, টেলর তাঁর ভক্তদের জন্য বড় কোনো চমক নিয়ে আসছেন।
২০২৪ সালের ডিসেম্বরে ‘ইরাস ট্যুর’ শেষ করার পর টেলর সুইফট বেশ ক্লান্ত ছিলেন। এই দীর্ঘ ছুটিতে তিনি প্রেমিক, আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সময় কাটান। তাঁরা দুজনেই জানতেন, কাজে ফেরার পর আর তেমন সুযোগ পাওয়া যাবে না, তাই এই বিরতির প্রতিটি মুহূর্ত তাঁরা একসঙ্গে উপভোগ করেছেন। সম্প্রতি ট্রাভিস তাঁদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবিও শেয়ার করেছেন, যা সাধারণত তাঁরা করেন না।
নতুন অ্যালবামের অপেক্ষা: টেলরের সর্বশেষ অ্যালবাম ছিল ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’, যা ২০২৪ সালের ১৯ এপ্রিল মুক্তি পেয়েছিল। এবার নতুন মিউজিক ভিডিওর শুটিং শুরু হওয়ায়, ভক্তরা ধারণা করছেন, খুব শীঘ্রই হয়তো তাঁর দ্বাদশ স্টুডিও অ্যালবামের ঘোষণা আসতে পারে। দীর্ঘ বিরতির পর টেলরের এই ফিরে আসা তাঁর অগণিত ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0