এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের শোবিজ অঙ্গন সিন্ডিকেট ও স্বজনপ্রীতির দখলে— এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সব্যসাচী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। তাঁর মতে, পুরস্কার, সরকারি অনুদান থেকে শুরু করে সিনেমা মুক্তি পর্যন্ত সবকিছুই এখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, যা মিডিয়ার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
তৌকীর আহমেদ বলেন, অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ। অনিয়ম, সিন্ডিকেশন, স্বজনপ্রীতি থাকে, আছে। তিনি আরও যোগ করেন, এই ব্যক্তি প্রভাবের কারণে ইন্ডাস্ট্রির একটি বড় অংশ কাজের উৎসাহ হারিয়ে ফেলছে।
দেশের শোবিজ অঙ্গনের বর্তমান সংকট ও বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি আরও জানান, ‘কোথাও কেউ নেই’ বা ‘সংশপ্তক’-এর মতো কালজয়ী নাটক এখন আর তৈরি হয় না, কারণ দর্শকরা এখন থ্রিলার ও নেতিবাচক গল্পেই বেশি আগ্রহী। তিনি বলেন,সবাই এখন অস্থির। মূল্যবোধের অবক্ষয় ঘটেছে।
তবে নাটকের এই দুঃসময়ের মাঝেও চলচ্চিত্র নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি। তৌকীর বলেন,সিনেমার এখন ভালো সময়। নির্মাতারা অনেক কষ্ট করে সিনেমা বানাচ্ছেন, আমাদের এই কষ্টকে মূল্যায়ন করতে হবে।
বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘ধূসর প্রজাপতি’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছেন, যা তাঁর লেখা ও পরিচালনায় নির্মিত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0