এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দাগী’ এবং ‘আমলনামা’র মতো সাম্প্রতিক কাজে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমা মির্জা। তবে এরপর তাঁর নতুন কোনো কাজের ঘোষণা না আসায়, ভক্তদের মনে প্রশ্ন— কী করছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা তাঁর ক্যারিয়ারের সংকট, ব্যক্তিগত জীবন এবং পরিচালক রায়হান রাফীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
পরপর দুটি কাজ প্রশংসিত হলেও, ভালো কাজের সুযোগের সীমাবদ্ধতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তমা। তিনি বলেন, “আমার যেন দুটো ডানা আছে, কিন্তু ডানা মেলে উড়তে পারছি না। তখন আকাশটাই ছোট মনে হয়।” তাঁর মতে, বছরে তিন-চারটি মানসম্মত কাজ করতে পারলে একজন শিল্পী নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন।
তমা মির্জার সাম্প্রতিক আলোচিত বেশিরভাগ কাজের পরিচালক ছিলেন রায়হান রাফী। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও ছিল তুঙ্গে। সেই বিষয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তমা। তিনি বলেন, ““সুড়ঙ্গ”-এর পর রায়হান রাফীর সঙ্গে বড় পর্দায় আমার আর কোনো কাজ হয়নি। ...বর্তমানে আমাদের একসঙ্গে কাজের সম্ভাবনা আছে বলে মনে হয় না।”
তিনি আরও যোগ করেন, “আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।” তবে তিনি স্বীকার করেন, একই ইন্ডাস্ট্রিতে কাজ করায় তাঁদের মধ্যে দেখা বা কথা হতেই পারে।
চার বছর আগে বিবাহবিচ্ছেদের পর তমা এখন উপভোগ করছেন তাঁর একাকীত্ব। তিনি বলেন, “এক কাপ চা হাতে নিয়ে ঘরের ভেতরে হেঁটে বেড়াই। ভাবি, জীবনে কী ভুল করেছি, কেন করেছি। ...এই একাকিত্বই আমাকে নতুন করে ভাবতে শেখায়।”
বিয়ে নিয়ে এখনই ভাবছেন না তিনি। তাঁর কথায়, “কাউকে বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি। ...তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তাঁর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।”
আপাতত নতুন গল্প শোনা, সিনেমা দেখা আর রান্না করেই সময় কাটছে এই অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি সিনেমার কথা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নিতে চান।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0