এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের সংগীতাঙ্গনে নেমে এলো এক গভীর শোকের ছায়া। জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ওন্ড’ (Owned)-এর ভোকালিস্ট, বেজিস্ট এবং কিংবদন্তি চিত্রনায়ক জসীমের ছেলে, এ কে রাতুল, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (রোববার) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে শরীরচর্চা করার সময় এই আকস্মিক ঘটনা ঘটে।
ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম রাতুলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতুলকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। এর ঘণ্টাখানেক পরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে হিসেবে পরিচিতি থাকলেও, এ কে রাতুল বাবার পথে না হেঁটে সংগীতে নিজের এক স্বতন্ত্র এবং সফল পরিচয় তৈরি করেছিলেন। তাঁর ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন ধারার সূচনা করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এ কে রাতুল কেবল একজন গায়ক বা বেজিস্টই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন এবং অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতেও তাঁর অবদান ছিল।
রাতুল জসীমের ছেলে, এই পরিচয় ছাপিয়ে তিনি নিজের মেধা দিয়ে সংগীত জগতে যে জায়গা করে নিয়েছিলেন, তা ছিল অনন্য। তাঁর এই অকাল এবং আকস্মিক প্রয়াণে সহকর্মী শিল্পী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। বাবার মতো তিনিও যে অসময়েই চলে গেলেন, এই বিষয়টি অনেককেই ভারাক্রান্ত করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0