স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিস্তর জলঘোলার পর বসতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত বেঁকে বসেছিল, ভেটো দিয়েছিল পাকিস্তানও। এই নিয়ে জমেছিল শঙ্কা। তা অবশ্য কেটে গেছে। তবে পাকিস্তানিদের দুশ্চিন্তা কমেনি। আসরটি সরাসরি সম্প্রচারের অভাবে টুর্নামেন্ট দেখা থেকে বঞ্চিত হতে পারে পাকিস্তানের জনগণ।
আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে ভারতের সম্প্রচারকারী চ্যানেল যে অর্থ চাচ্ছে, ততটা দিতে রাজি নয় পাকিস্তানের কোনো টেলিভিশন চ্যানেল। এশিয়া কাপের স্বত্ব কিনে রেখেছে সনি ইন্ডিয়া। পাকিস্তানে খেলা দেখাতে তারা দাবি করছে ১২ মিলিয়ন ডলার। এই টাকা খসাতে পারলে আগা সালমানদের পাশাপাশি মেয়েদের দলের খেলাও পাকিস্তানিরা দেখতে পারবেন। কিন্তু বিশাল অর্থ হয়ে দাড়িয়েছে বাগড়া।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে ৮ বছরের (২০২৪-৩১) জন্য মিডিয়া রাইট কিনে নিয়েছে সনি ইন্ডিয়া। ১৭০ মিলিয়ন ডলারে কেনা রাইটে চারটি করে মোট আটটি ছেলেদের ও মেয়েদের এশিয়া কাপসহ মোট ১১৯ ম্যাচ সরাসরি সম্প্রচার করতে পারবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখে বসতে যাওয়া এশিয়া কাপ সম্প্রচারের জন্য পাকিস্তানি চ্যানেলের কাছ থেকে আবেদনও পেয়েছে।
পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, দরকষাকষি চলছে। কনসোর্টিয়ামও নেওয়ার চেষ্টা হচ্ছে। ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে বলছে, ভারত-পাকিস্তানের তিনটি ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকায় এই দাম হাকাচ্ছে সম্প্রচার চ্যানেলটি। তবে টিভি চ্যানেলগুলো বলছে, বর্তমান সময়ে এত বিশাল অর্থ বিনিয়োগ করে লাভের মুখ দেখা কঠিন। তাই সনি ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করছে চ্যানেলগুলো।
শেষ পর্যন্ত যদি সম্প্রচারের জন্য মোটা অর্থ খসাতে কোনো পাকিস্তানি চ্যানেল না চায়, তবে দেশটির জনগণকে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার দেখা কঠিন হতে পারে!
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0