স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইংল্যান্ড সিরিজে টেস্ট খেলছে ভারত। তারা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল মাস পাঁচেক আগে। তাই এই সময়ে ভারতের জার্সিতে আর মাঠে নামা হয়নি অভিষেক শর্মার। ভারতীয় এই ওপেনার কোনো ম্যাচ না খেললেও আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন।
ক্যারিয়ারে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন অভিষেক। মূলত ট্রাভিস হেডের অবনতির কারণেই কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে অভিষেকের। এক ধাপ এগিয়েছেন ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে অবস্থান করছেন বাঁহাতি এই ব্যাটার।
ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে চূড়ায় ওঠার কীর্তি গড়েছেন অভিষেক। এর আগে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণের ব্যাটারদের মধ্যে চূড়ায় উঠেছিলেন কোহলি। এ ছাড়া সূর্যকুমার যাদবও এই স্বাদ পেয়েছেন।
অভিষেক শীর্ষে উঠায় দুইয়ে নেমেছেন ট্রাভিস হেড। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেননি তিনি। ফলে তার রেটিং পয়েন্ট কমেছে ৩৩। ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুইয়ে আছেন এখন।
তবে অজিদের মধ্যে উন্নতি হয়েছে জশ ইংলিশের। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো পারফর্ম করেছেন তিনি। তাতে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে অবস্থান করছেন। এ ছাড়া ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন আরেক অজি টিম ডেভিড।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0