Logo

মারশাঁর দখলে পুলের আরেক রেকর্ড

বুধবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একক ইভেন্টে ভাঙলেন রায়ান লোচের পুলে ২০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: লিঁও মারশাঁকে পুলের এমবাপ্পে বলা হয়। এমবাপ্পে সবুজ ঘাষে বল পায়ে গতি দেখান। মারশাঁ দেখান নীল জলে। দুই বছর আগে সাঁতারের জীবন্ত কিংবদন্তি মাইকেল ফেলেপসের ৪০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড ভেঙেছিলেন। বুধবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একক ইভেন্টে ভাঙলেন রায়ান লোচের পুলে ২০০ মিটার পাড়ি দেওয়ার রেকর্ড।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে ২৩ বছর বয়সী ফ্র্যান্সম্যান মারশাঁ মিশ্র এককে ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ডে ২০০ মিটার পাড়ি দিয়েছেন। ২০১১ সালে লোচে নিয়েছিলেন এক সেকেন্ডেরও (১.৫৪ সেকেন্ড) বেশি সময়।

সেমিফাইনালে মারশাঁ কিংবদন্তির রেকর্ড ভাঙতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এটাকে শ্রেফ জয় হিসেবেও দেখছেন, ‘এটা আমার কাছে শুধুই একটা জয়। আমি খুশিও। (লোচের) রেকর্ডের পর কেউ তাকে ছুঁতেও পারেনি। সেখানে প্রায় ১ সেকেন্ডের ব্যবধানে রেকর্ড ভাঙা, বিশ্বাসই করতে পারছি না।’

অলিম্পিকে চারটি স্বর্ণ জেতা মারশাঁ জানিয়েছেন, তার মনে হচ্ছিল, ২০০ মিটারে তার সেরা টাইমিংটা তুলতে পারবেন। প্রস্তুতি ভালো ছিল, নির্ভারও মনে হচ্ছিল। তবে রেকর্ড হয়ে যাবে এমনটা ভাবেননি। আজ রাতে ভালো একটা ঘুম দিতে চাই। কারণ আগামীকালের লড়াইটা কঠিন হবে। এখন কী করেছি এটা বোঝার চেষ্টা করছি। হয়তো বুঝতে কিছুটা সময় লাগবে।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0