স্পোর্টস ডেস্ক
ঢাকা: একদিকে লুইজ দিয়াজের মত ফরোয়ার্ডকে বায়ার্ন মিউনিখের কাছে বিক্রি করে লিভারপুল আয় করলো ৭৫ মিলিয়ন ইউরো, অন্যদিকে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ-২ এর দল সালফোর্ড সিটির ১৭ বছর বয়সী বিস্ময় বালক উইল রাইটকে দলে নিলো তারা। ট্রান্সফার ফি মাত্র ২ লাখ ইউরো। বলা যায়, একেবারে পানির দরেই একজন দারুণ সম্ভানাময়ী ফুটবলারকে দলে ভেড়াতে পারলো অল রেডরা।
তবে, উইল রাইটকে পেতে লিভারপুলকে তুমুল লড়াই করতে হয়েছে আর্সেনালের সঙ্গে। সালফোর্ড সিটিতে একের পর এক গোল করে নজর কেড়েছিলেন তিনি। যে কারণে আর্সেনালও ঝাঁপিয়ে পড়েছিল উইল রাইটকে দলে নেয়ার জন্য।
শেষ পর্যন্ত উপায় না দেখে বল ঠেলে দেয়া হয় উইল রাইটের পায়েই। তিনি যে দলকে বেছে নেবেন, সেই দলই কিনতে পারবে তাকে। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদেরই বেছে নিয়েছেন উইল রাইট।
সালফোর্ড সিটির হয়ে গত নভেম্বরে অভিষেক হয় উইল রাইটের। ইএফএল ট্রফিতে অনূর্ধ্ব-২১ দলের হয়ে উলভসের বিপক্ষে। ইয়ুথ লেভেলে গোল করার জন্য বিখ্যাত উইল রাইট। যদিও সালফোর্ড সিটির হয়ে তিনি গত লিগ-২ এ খেলেছেন ২টি ম্যাচ। তবে তিনি পরিচিতি পেয়েছে বয়সভিত্তিক দলে খেলেই।
লিভারপুলেও আপাতত তাকে সিনিয়র দলে খেলানো হবে না। ক্লাবের অনূর্ধ্ব-২১ দলে যোগ দেয়ানো হবে। যেটার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েলসের সাবেক কোচ রব পেজ। ১২ বছর ধরে লিভারপুল বয়সভিত্তিক দলের কোচ ছিলেন ব্যারি লিওটাস। তিনি চলে যাওয়ার পর নিয়োগ দেয়া হয় রব পেজকে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0