স্পোর্টস ডেস্ক
ঢাকা: সাকিব আল হাসানের গুরু হলেন জাতীয় দলের বর্তমান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তিনি জাতীয় দলের কোচ হওয়ার পর আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে ঘরোয়া ক্রিকেটে কোচিং করে প্রশংসিত সালাউদ্দিন জাতীয় দলে ফিরেই কঠোর সমালোচনার মুখে পড়েন।
জাতীয় দলের কোচকে নিয়ে ঘরে বাইরে যখন সমালোচনা তুঙ্গে তখন গুরুর খোঁজ-খবর নিতেই মোহাম্মদ সালাউদ্দিনের কাছে ফোন করেন সাকিব আল হাসান।
গত বছরের আগস্টের পর থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই ফোন করে কোচের খোঁজ-খবর নেন সাকিব।
এব্যাপারে সম্প্রতি একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাকিব আমাকে নিয়ে একটু চিন্তায় পড়ে গিয়েছিল। জিজ্ঞেস করল, আপনি টেনশনে পড়ে গেছেন কি না।’
সালাউদ্দিন আরও বলেন, ‘সে আমাকে ভালোভাবে চেনে। একটা ডায়ালগ দিয়েছিলাম ওকে, দেখ, জীবনে মাইনাস ৫০০ টাকা নিয়ে সংসার শুরু করেছিলাম। তুই আমাকে টেনশন দিয়ে কাবু করবি, আমি ওই মানুষ না। তখন বলে, রাখি! রাখি!’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0