স্পোর্টস ডেস্ক
ঢাকা: রাশিয়ার পূর্ব উপকূলে আজ সকালে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যে কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। বিশেষ করে জাপানে। শুধু তাই নয়, জাপানের হোক্কাইডো দ্বীপে সুনামি আছড়ে পড়েছিলও।
এমন পরিস্থিতিতে জাপানের ইয়োকাহামায় অবস্থান করছিল লিভারপুল ফুটবল দল। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে তারা জাপান সফর করছে। যেখানে আজ (বাংলাদেশ সময়) বিকেলে জে ওয়ান লিগের দল ইয়োকোহামা এফ মারিয়ানোসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে অল রেডরা।
ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ৬৭ হাজার ৩২ জন দর্শক উপস্থিত হয়েছিল লিভারপুল-ইয়োকোহামা এফ মারিয়ানোস ম্যাচ দেখতে। যদিও স্বাগতিকরা দাঁড়াতে পারেনি লিভারপুলের সামনে। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
লিভারপুল হয়ে এই ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে খেলতে শুরু করলেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি অলরেডরা। বরং, ধারার বিপরীতে ৫৫ মিনিটে গোল হজম করে ফেলে তারা। ইয়োকাহাম এফ ম্যারিয়ানোসকে এ সময় এগিয়ে দেন আশাই উয়েনাকা। সেই গোল ফিরিয়ে দিতে ৭ মিনিট সময় লেগেছে লিভারপুলের। ৬২তম মিনিটে বায়ার লেভারকুসেন থেকে আনা ফ্লোরিয়ান রিৎজের গোলে সমতায় আসে অল রেডরা।
৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান ট্রেই নিওনি এবং ৮৭ মিনিটে ইয়োকহামার জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন রিও এনগুমোহা। পুরো ম্যাচে ৭১ ভাগ বলের দখল ছিল লিভারপুলের কাছে। কেবল ২৯ ভাগ ছিল স্বাগতিক ইয়োকাহামা এফ মারিয়ানোসের কাছে।
শনিবার হংকংয়ে ক্লাব প্রীতি ফুটবলে এসি মিলানের কাছে ৪-২ হেরে গিয়েছিল লিভারপুল। আজ যখন ইয়োকাহামা এফ মারিয়ানোসের বিপক্ষে মাঠে নামছিল, তার আগ মুহূর্তে লিভারপুল খেলোয়াড়রা জানলো, তাদের ফরোয়ার্ড লুইজ দিয়াজ যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। তার আগে ভূমিকম্পে সুনামি সতর্কতা থাকলো ইয়োকাহামার জীবনযাত্রায় খুব একটা প্রভাব পড়েনি। পাবলিক ট্রান্সপোর্ট ছিল স্বাভাবিক। যাতে, স্টেডিয়ামে সর্বোচ্চ সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0