Logo

মেসিদের লিগে যাচ্ছেন মুলার

দলবদলের ক্ষেত্রে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, গিভমি স্পোর্ট, বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানি নিশ্চিত করেছে, ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মুলার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক শেষ করলেন জার্মান ফুটবল তারকা থমাস মুলার। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতে যাচ্ছেন তিনি। বর্তমানে এই লিগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের মতো তারকারাও খেলছেন।

দলবদলের ক্ষেত্রে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো, গিভমি স্পোর্ট, বিল্ড ও স্কাই স্পোর্টস জার্মানি নিশ্চিত করেছে, ভ্যানকুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মুলার।

এর আগে গত এপ্রিলে বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছিল, তারা মুলারের সঙ্গে আর নতুন কোনো চুক্তি করবে না। চলতি বছরের ক্লাব বিশ্বকাপের পিএসজি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেই শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন তিনি। ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

মুলারের প্রতি ইউরোপের বাইরে আরো অনেক ক্লাবেরই আগ্রহ ছিল। এমনকি অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও নাকি লোভনীয় প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত এমএলএসকেই গন্তব্য হিসেবে বেছে নিলেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0