স্পোর্টস ডেস্ক
ঢাকা: জমে উঠেছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ। তবে সিরিজের শেষ টেস্টের আগে ইংলিশ শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গেছেন বেন স্টোকস। আর তাই এ ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে। স্টোকসের ছিটকে যাওয়ার কথা বুধবার নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি))। এছাড়া ওভাল টেস্টের দলে চার পরিবর্তন এনেছে তারা।
স্টোকসের অনুপস্থিতিতে শেষ টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ।
স্টোকসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা। কারণ এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনিই। চার ম্যাচে ১৭টি উইকেট নেওয়া এ অলরাউন্ডার ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট, পরে করেছিলেন সেঞ্চুরি। লর্ডস টেস্টেও ভাল খেলেছেন। দুই ইনিংস মিলিয়ে ৭৭ রান করার পাশাপাশি নিয়েছিলেন পাঁচ উইকেট।
ব্যাটার স্টোকসের চেয়েও বোলার স্টোকসের অভাব বেশি টের পাবে ইংল্যান্ড। শেষ দু’টি টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে ভারতের উইকেট নিয়েছেন কয়েকবার। অবশ্য স্টোকসকে নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তা বোঝা গিয়েছিল চতুর্থ টেস্টের চতুর্থ দিন। সেদিন ভারত ৬৩ ওভার খেললেও স্টোকস এক ওভারও বল করেননি।
অবশ্য শেষ দিন সকালে দ্বিতীয় ওভারেই বল করতে আসেন স্টোকস। কিন্তু কয়েক ওভার করার পরেই ডান কাঁধে সমস্যা অনুভব করেন। এদিন আগের মতো ছন্দে না থাকলেও কেএল রাহুলকে ফেরান। স্টোকস ছাড়াও ওভাল টেস্টে খেলতে পারবেন না জোফরা আর্চার, ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন।
প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং প্রথম একাদশে ফিরেছেন। সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। এর আগে মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। এরপর হ্যামস্ট্রিংয়ে চোট পান। সম্প্রতি সারের হয়ে কাউন্টিতে খেলেছেন এ পেসার। দলে ফিরেছেন জেমি ওভারটনও। তিনি দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন। এ ডানহাতি পেসার একমাত্র টেস্টটি খেলেছেন ২০২২ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে।
ইংল্যান্ডের শেষ টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জশ টং।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0