Logo

সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সোহান

জিএসএলে খেলার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে সোহানের।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বছর খানেক ধরে দলের বাইরে আছেন সাকিব আল হাসান৷ তবে জাতীয় দলে খেলতে না পারলেও নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সবশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন সাকিব৷ একই লিগে বাংলাদেশি দল রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন নুরুল হাসান সোহান।

জিএসএলে খেলার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে সোহানের। সম্প্রতি এক গণমাধ্যমকে সোহান বলেন, 'অবশ্যই ম্যাচের দিন দেখা হয়েছে, কথা হয়েছে এবং অবশ্যই তাকে মাঠে দেখতে পেয়ে আমার ভালো লেগেছে। আমার মনে হয় সেও তার টাইমটা ক্রিকেট মাঠে অনেক উপভোগ করছে।'

সেই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি রংপুর। আফসোস নিয়ে সোহান বলেন, 'আমার কাছে মনে হয় যে পরপর দুইবার ফাইনাল খেলাও ভালো। আলহামদুলিল্লাহ, আমরা যদি শেষটা ভালো করতে পারতাম, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া ছিলো। কারণ গ্লোবাল এরকম আসরে সবক'টা টিম আমার কাছে মনে হয় ওয়েল ব্যালেন্সড টিম ছিলো। তাদের সাথে লড়াই করে ফাইনালটা জিততে পারা অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে যেতো। হয়তো আমাদের একটা খারাপ দিন গিয়েছে ফাইনালে।'

'গায়ানাও ভালো টিম ছিলো বা যে ক'টা টিম ওখানে ছিলো সবাই ভালো টিম ছিলো। এবং গত বছরও আমরা যখন গিয়েছিলাম হয়তো আমাদের ঐভাবে কেউ ভাবেনি। এই বছর যখন গিয়েছি একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ ছিলো। অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং সব প্লেয়ার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অনেক বেশি ক্ষুধার্ত ছিলো। যতটুকু আমরা খেলেছি, ভালো খারাপ মিশিয়ে টিম হিসেবে খেলেছি এবং অবশ্যই টিমের প্রতিটা প্লেয়ারেরই ঐ চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা ছিলো।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0