শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘ইনসাইডার-আউটসাইডার’ বিতর্ক উস্কে দিল সোনমের একটি মন্তব্য

পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া কয়েকটি হাসির ইমোজি পোস্ট করেন। তাঁর এই প্রতিক্রিয়া দেখে স্পষ্ট বোঝা যায় যে, তিনিও ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন। আর এর পরেই শুরু হয় মূল সমস্যা।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অভিনেত্রী জাহ্নবী কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরম সুন্দরী’-তে তাঁর অভিনয় নিয়ে এক নেটপ্রভাবীর করা ব্যঙ্গাত্মক ভিডিওতে হেসে সম্মতি জানিয়ে, এবার বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী সোনম বাজওয়া। জাহ্নবী কাপুরের অনুরাগীরা সোনমের এই আচরণকে ভালোভাবে নেননি এবং সামাজিক মাধ্যমে তাঁকে তীব্রভাবে আক্রমণ করছেন।

‘পরম সুন্দরী’ সিনেমায় জাহ্নবী কাপুর একজন দক্ষিণ ভারতীয় যুবতীর চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই, অনেকেই তাঁর সংলাপ বলার ধরন এবং উচ্চারণ নিয়ে সমালোচনা করছিলেন। এই আলোচনার মধ্যেই, জনপ্রিয় নেটপ্রভাবী অনালি সেরেজো জাহ্নবীকে ব্যঙ্গ করে একটি মিম ভিডিও তৈরি করেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সেই ভাইরাল ভিডিওর মন্তব্য বিভাগে, পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া কয়েকটি হাসির ইমোজি পোস্ট করেন। তাঁর এই প্রতিক্রিয়া দেখে স্পষ্ট বোঝা যায় যে, তিনিও ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন। আর এর পরেই শুরু হয় মূল সমস্যা।

জাহ্নবী কাপুরের ভক্তরা সোনম বাজওয়াকে একহাত নেন।

একজন লিখেছেন, “সোনমের নিজের দিকে তাকানো উচিত। নিজে অভিনয় কতটা পারেন, অন্য কাউকে নিয়ে মশকরা করার আগে সেটি দেখা উচিত।”

আরেকজন নেটিজেন লিখেছেন, “আসলে বলিউডের তারকাসন্তান আরেক বহিরাগত কখনো পরস্পরের বন্ধু হতে পারে না।”

উল্লেখ্য, ‘পরম সুন্দরী’ সিনেমায় জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই ঘটনাটি বলিউডের ‘ইনসাইডার’ বনাম ‘আউটসাইডার’ বিতর্ককে আরও একবার উস্কে দিল।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0