এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের আজ জন্মদিন। ৩৬ বসন্ত পেরিয়ে, ৩৭ বছরে পা রাখলেন তিনি। বিশেষ এই দিনের প্রথম প্রহরেই, তিনি তাঁর একমাত্র ছেলে আব্রাহাম খান জয়-এর কাছ থেকে পেলেন এক মিষ্টি সারপ্রাইজ। শুক্রবার মধ্যরাতে, ছেলে জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অপু বিশ্বাস, যার ভিডিও তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর থেকেই, ভক্তদের ভালোবাসায় ভাসছেন।
অপু বিশ্বাসের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি বেগুনি রঙের কেকের সামনে মা-ছেলে বসে আছেন। এ সময় ছোট্ট আব্রাহাম মাকে ডেকে বলে, “মম? হ্যাপি বার্থডে।” এরপর, কেকের মোমবাতি নেভানোর সময় এক মজার ঘটনা ঘটে। আব্রাহাম বারবার ফু দিয়েও মোমবাতি নেভাতে না পারলে, অপু এক ফুঁ দিয়েই তা নিভিয়ে দেন এবং হাসতে হাসতে কেক কাটেন। এরপর মা-ছেলে একে অপরকে কেক খাইয়ে দেন।
মা-ছেলের এই মিষ্টি ভিডিওটি ভক্তদের মন জয় করে নিয়েছে। তারকা থেকে শুরু করে সাধারণ অনুরাগী— সবাই মন্তব্য করে অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এবং মা-ছেলের জন্য ভালোবাসা প্রকাশ করছেন।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করা অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ২০০৮ সালে তিনি সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের সন্তান আব্রাহাম খান জয়-এর জন্মের পর, ২০১৭ সালে তিনি বিয়ের কথা প্রকাশ্যে আনেন, যা নিয়ে তখন তোলপাড় হয়েছিল। ২০১৮ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেলেও, ছেলের কারণে প্রায়শই তাঁদেরকে একসঙ্গে দেখা যায়।
সম্প্রতি জয়ের জন্মদিনে শাকিব-অপুকে একসঙ্গে দেখা যাওয়ায়, অপুর জন্মদিনের এই প্রথম প্রহরে শাকিবের উপস্থিতি ছিল কি না, তা নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0