মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সত্যজিৎ রায়ের ‘অনঙ্গ বউ’,ববিতার ৭২তম জন্মদিন আজ

৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু হলেও, এর পরপরই তিনি নায়িকা হিসেবে আবির্ভূত হন এহতেশামের ‘পীচ ঢালা পথ’ সিনেমায়, নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আজ ৩০ জুলাই, ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার পপি, অর্থাৎ সবার প্রিয় ববিতার ৭২তম জন্মদিন। ষাটের দশকে যাত্রা শুরু করে যিনি কয়েক দশক ধরে রুপালি পর্দা শাসন করেছেন, সেই বরেণ্য শিল্পীকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন অগণিত ভক্ত ও সহকর্মীরা। তবে এবারের জন্মদিনটি তিনি কাটাচ্ছেন দেশের বাইরে, কানাডায় একমাত্র ছেলে অনিকের সঙ্গে।

ববিতার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক অর্জন হলো, তিনিই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি অস্কার বিজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করার গৌরব অর্জন করেছিলেন। সেই সিনেমার নাম ‘অশনি সংকেত’। এই একটি কাজই তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য পরিচিতি এনে দিয়েছে।

১৯৬৮ সালে ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবন শুরু হলেও, এর পরপরই তিনি নায়িকা হিসেবে আবির্ভূত হন এহতেশামের ‘পীচ ঢালা পথ’ সিনেমায়, নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘বাদী থেকে বেগম’, ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’ এবং ‘হাসন রাজা’র মতো সিনেমার জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৬ সালে তাঁকে আজীবন সম্মাননা দিয়ে সম্মানিত করা হয়।

কানাডায় সাদামাটা জন্মদিন: এবারের জন্মদিন নিয়ে ববিতা কানাডা থেকে মুঠোফোনে জানান, বিশেষ কোনো আয়োজন থাকছে না। তিনি বলেন, “অনিক অফিস থেকে বাসায় ফিরলে দুজনে কোনো ভালো রেস্টুরেন্টে যাব। এখানে তো আত্মীয় নেই তেমন। ফলে সাদামাটাভাবেই জন্মদিনটা কাটবে।”

যদিও তিনি এখন অভিনয়ে অনিয়মিত এবং দশ বছরেরও বেশি সময় আগে তাঁকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে, তবুও ববিতা আজও বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ এবং দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছেন।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0