এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার কমেডি ‘নো এন্ট্রি’র ২০ বছর পূর্তি উপলক্ষে, এবার ছবির শুটিংয়ের নানা অজানা গল্প এবং স্মৃতিচারণ করলেন অভিনেত্রী সেলিনা জেটলি। ‘স্ক্রিন’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবিতে তাঁকে প্রথমে বিপাশা বসুর করা ‘ববি’র চরিত্রটির জন্যই প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ছাড়াও তিনি সহ-অভিনেতা অনিল কাপুর এবং সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন।
সেলিনা জেটলি জানান, তাঁকে প্রথমে বিপাশা বসুর করা গ্ল্যামারাস চরিত্র ‘ববি’র প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটিতে বেশ কিছু জনপ্রিয় গানও ছিল। তিনি বলেন, “ওই চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। ...কিন্তু আমি সানজানা চরিত্রের সঙ্গে বেশি সংযোগ অনুভব করেছিলাম।” অবশেষে, তিনি অনিল কাপুরের স্ত্রীর চরিত্র ‘সানজানা’কেই বেছে নেন।
শুটিংয়ের প্রথম দিনের কথা স্মরণ করে সেলিনা বলেন, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে তাঁর প্রথম দৃশ্যই ছিল কিংবদন্তি অভিনেতা অনিল কাপুরের সঙ্গে। তিনি বলেন, “আমি নবাগত হয়ে ভারতীয় সিনেমার একজন মহান অভিনেতার সঙ্গে অভিনয় করছিলাম, তাই খুব নার্ভাস ছিলাম।”
তিনি আরও একটি মজার ঘটনা বলেন, “এক সময় তিনি (অনিল কাপুর) আমাকে জিজ্ঞেস করলেন, আমার লম্বা চুল আসল কি না। যখন আমি তাকে নিশ্চিত করলাম যে এটি আসল, তখন তিনি হেসে বললেন যে আমি চুল লম্বা ও স্বাস্থ্যকর রেখেছি দেখে তিনি খুশি। এই ছোট আলোচনাটি আমার সব জড়তা ভেঙে দিয়েছিল।”
সালমান খানের প্রসঙ্গে সেলিনা বলেন, “সালমান সেটে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি প্রাণশক্তি নিয়ে আসতেন। তিনি তখন খুবই ব্যস্ত ছিলেন। ...তবুও তিনি খুব মজার ছিলেন এবং মেয়েদের প্রতি খুবই রক্ষণশীল ছিলেন।” তিনি অনিল কাপুরকে ‘পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ’ এবং ফারদিন খানের সঙ্গে তাঁর সম্পর্ক আগে থেকেই ভালো ছিল বলে জানান।
‘নো এন্ট্রি ২’-এর সিক্যুয়েল নিয়ে সেলিনা জানান, তাঁর কাছে কোনো প্রস্তাব আসেনি, তবে মূল ছবির অংশ হতে পেরে তিনি গর্বিত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0