এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় যখন সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে, তখন সাধারণ মানুষকে রাজনৈতিক কোনো এজেন্ডার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করলেন আলোচিত অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির। শনিবার (১২ জুলাই) এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সুযোগসন্ধানী আচরণ এবং জনগণের আবেগকে ব্যবহার করার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন।
রাজনৈতিক সুযোগসন্ধানীদের প্রতি কটাক্ষ: সালমান মুক্তাদির তাঁর পোস্টে লেখেন, সাধারণ মানুষের কষ্ট এবং আবেগ কীভাবে রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা আদায়ের সুযোগে পরিণত হয়। তাঁর ভাষায়, “যে ধর্ষণ আর হত্যাকাণ্ড আপনাকে কষ্ট দেয়, সেগুলো পাশের রাজনৈতিক লোকগুলোর কাছে আনন্দের খোরাক হয়ে দাঁড়ায়। শুধু কোনও জাতীয় সংকটে কেউ আপনার পক্ষে কথা বলছে বলে মনে করবেন না যে তারা ন্যায়বিচারের পক্ষে আছে। তারা শুধু সুযোগটাকে কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থের জন্য। মানবতার জন্য নয়, সহমর্মিতার জন্য নয়।”
জনগণের প্রতি সতর্কবার্তা: তিনি সাধারণ মানুষকে আবেগতাড়িত না হয়ে विवेकবੁੱদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “চারপাশ চিনুন। যারা আপনার আবেগকে ব্যবহার করে তাদের লক্ষ্য পূরণ করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না। তারা চায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়ুন, আপনি অসহায় বোধ করুন। যাতে আপনি তাদেরকেই আপনার ত্রাণকর্তা হিসেবে ভাবেন।”
অপরাধ বনাম রাজনীতি: সালমান মুক্তাদির মনে করিয়ে দেন, মূল লক্ষ্য হওয়া উচিত অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে দাঁড়ানো, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন। তিনি লেখেন, “যদি আমাদের লক্ষ্য হয় শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যাওয়া, তাহলে আমরা পক্ষপাতদুষ্ট হয়ে যাই। আমরা তখন প্রকৃত অর্থে অপরাধের বিরুদ্ধে নয়, বরং সেই দলের করা অপরাধের বিরুদ্ধেই সীমাবদ্ধ থেকে যাই।”
সরকার ও প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন: তিনি এই ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের ধীরগতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “সোহাগের ঘটনাটি ইন্টারনেটে আসতে দুই দিন লেগে গেছে। আপনি বলছেন ইন্টেলিজেন্স রিপোর্ট, অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, এনসিপি কেউই ৭২ ঘণ্টার মধ্যে কিছুই জানল না?” একই সঙ্গে তিনি ভবিষ্যৎ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দেশেরই প্রবল প্রতাপশালী সরকার প্রধান, তার পরিবারসহ লেজ তুলে পালাতে বাধ্য হয় যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায়, সেই ভয়টা রাখেন।”
সবশেষে তিনি সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0