রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আবারও নিজেকে ‘ভার্জিন’ দাবি করলেন সালমান খান!

“ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রেম, বিচ্ছেদ এবং বিয়ে— ব্যক্তিগত জীবন নিয়ে বলিউড সুপারস্টার সালমান খান বরাবরই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি টুইঙ্কেল খান্নার টক শো ‘টু মাচ’-এ এসে, তিনি আবারও তাঁর ব্যক্তিগত দর্শন নিয়ে কিছু বিস্ফোরক এবং অকপট মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য, প্রয়োজনে তিনি ‘১০০০% মিথ্যা’ বলতেও রাজি।

অনুষ্ঠানে সঞ্চালিকা টুইঙ্কেল খান্না সালমানকে প্রশ্ন করেন, “ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?”

প্রথমে সালমান উত্তর দেন, “মিথ্যার ধরনের ওপর নির্ভর করে। যদি কেউ খুন করে থাকে, তাহলেও কি মিথ্যা বলবেন?”

কিন্তু কিছুক্ষণ পরেই, তিনি তাঁর মত পাল্টে চূড়ান্ত জবাব দেন। সালমান বলেন, “১০০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।” তাঁর এই সপাট উত্তরে চমকে যান টুইঙ্কেল।

প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয়, এই প্রসঙ্গেও তিনি তাঁর নিজস্ব মতামত দেন। তিনি বলেন, “ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।”

এই আলোচনার মধ্যেই, সালমান খান আরও একবার নিজেকে ‘ভার্জিন’ বা কুমার বলেও দাবি করেন, যা নিয়ে শো-তে হাসির রোল পড়ে যায়।

৫৯ বছর বয়সী এই সুপারস্টারের এমন খোলামেলা এবং বিতর্কিত মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে আবারও তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

 বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0