এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি টলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন। সিরিয়াস চরিত্র হোক বা কমেডি— সবেতেই তিনি সমান সাবলীল। কিন্তু সেই দাপুটে অভিনেতা এখন তীব্র অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাকে।
রুদ্রনীল বলেন, ‘আমি রেঞ্জ রোভার চড়তাম। ৬৫ লাখ টাকার গাড়ি। কোনো রাজনীতির পয়সায় নয়, আমার অভিনয়ের পরিশ্রমের টাকা দিয়ে কেনা। গাড়িটা বিক্রি করতে হয়েছে। রানীকুঠির একটি ফ্ল্যাটও বেচতে হয়েছে।’
রুদ্রনীল বলেন, ‘আমার হাতে কাজ নেই। তাহলে কী করব? চুরি তো করব না। গাড়ি-বাড়ি বেচতে হয়েছে, কারণ, দীর্ঘ দিন ধরে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমার রোজগারটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল।’
এক সময় যেসব নির্মাতা-বন্ধুদের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন, এখন রাজনৈতিক মতভেদের কারণে তারা আর ডাকেন না রুদ্রনীলকে। এ নিয়ে আক্ষেপ করে বললেন, ‘আমার প্রিয় বন্ধুরা তাদের সিনেমায় আমাকে নিতে ভয় পায়। কারণ, আমাকে নিলে তাদের শুটিংয়ে অসুবিধা হবে। শুটিং বন্ধ হয়ে যাবে। অথচ আমার এসব বন্ধুবান্ধবেরা যখন ভাত খেতে পেত না, তখন রুদ্রনীল ঘোষ তাদের পাশে দাঁড়িয়েছিল।’
রুদ্রনীল এখনো বিয়ে করেননি। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে একা থাকেন। অভিনেতা জানালেন, ২০২৬ সালে বিয়ের পরিকল্পনা করছেন। পাত্রীর খোঁজ চলছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘ধূমকেতু’। দীর্ঘ দিন আটকে থাকার পর এ মাসে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন দেব ও শুভশ্রী।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0