শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এলো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব অনুযায়ী এই রিজার্ভ ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দিনশেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব অনুযায়ী এই রিজার্ভ ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

এর আগে বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এ সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ প্রায় ১৫০ কোটি ডলার পরিশোধ করেছে, যার ফলে রিজার্ভ কমেছে।

জুলাইয়ের প্রথম সপ্তাহে আকুকে ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছিল গ্রস হিসাবে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

গত বছরের জুনে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের উল্লম্ফন এবং আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে, যা ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম৬ অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভে পৌঁছেছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে ধারাবাহিক পতনের ফলে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৩ সালের জুলাইয়ে রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অর্থপাচারে কঠোর নিয়ন্ত্রণ, হুন্ডি প্রবাহ কমে যাওয়া এবং বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির কারণে পরিস্থিতি ভালো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ডলারে হিসাব করলে দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0