বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ: নৌপথ খননে ব্যয় বাড়লো ১২ কোটি টাকা

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে এই দুটি প্রস্তাব অনুমোদিত হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সরকার বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের ব্যয় প্রায় ১২ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র মেরামতে ১১১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে এই দুটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে বিদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন অর্থ উপদেষ্টা।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পের মূল চুক্তিমূল্য ৮২ কোটি ৫০ লাখ টাকা ছিল। নতুন ব্যয় বাড়িয়ে ১১ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৫৪৫ টাকা যোগ করা হয়েছে, ফলে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৯৪ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ৫৪৫ টাকা।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের জিটি-২ মেরামত কাজের জন্য ১১১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৬৬৪ টাকার ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0