বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকার কর অঞ্চল-৫ এ কর্মরত তিন কর্মকর্তার বিরুদ্ধে নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের সভায় মামলাটির অনুমোদন দেওয়া হয়। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
অনুমোদিত মামলার আসামিরা হলেন— কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়।
অনুসন্ধান প্রতিবেদনে জানা যায়, ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে ধামশুর ইকোনমিক জোন লিমিটেডের বিপরীতে মোট কর দাবি নির্ধারিত হয়েছিল ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা। কিন্তু কর্মকর্তা বদলির পর নতুন কর্মকর্তারা নথিতে কর নির্ধারণী আদেশ পরিবর্তন ও পরিমার্জন করে কর দাবির পরিমাণ যথাক্রমে শূন্য টাকা ও ১ হাজার টাকা নির্ধারণ করেন। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিতে সরাসরি সহায়তা করা হয়। শুধু তাই নয়, মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে দেওয়া হয়, যা দুদকের অভিযানে খুঁজে পাওয়া যায়নি।
গত ৯ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৫ থেকে নথিপত্র গায়েব করে কর ফাঁকির ঘটনায় দুদক এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা মেলে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0