শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

স্মারক স্বর্ণমুদ্রার দাম আরেক দফা বাড়াল বাংলাদেশ ব্যাংক

এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো বাড়ল এর মূল্য।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা বিক্রির প্রেক্ষাপটে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বাজারে ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম এক লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা ছুঁয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও বাড়ানো হলো স্বর্ণমুদ্রার দাম। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো বাড়ল এর মূল্য।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি ১০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্মারক স্বর্ণমুদ্রার দাম এক লাফে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭০ হাজার টাকা, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর আগে প্রতিটির দাম ছিল এক লাখ ৫০ হাজার টাকা।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি প্রথমবার দাম বাড়ানো হয়—তখন প্রতিটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। পরে ২০ এপ্রিল আবারও দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা। সবশেষ ১১ সেপ্টেম্বর এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে নতুন দাম হলো ১ লাখ ৭০ হাজার টাকা।

শুধু স্বর্ণমুদ্রাই নয়, রৌপ্যমুদ্রার দামও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাক্সসহ প্রতিটি রৌপ্যমুদ্রার দাম ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। আগে প্রতিটির দাম ছিল ৭ হাজার টাকা। বর্তমানে বাজারে ২০ থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের মোট ১১টি স্মারক রৌপ্যমুদ্রা প্রচলিত আছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রা ২২ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি এবং এর ওজন ১০ গ্রাম। অপরদিকে রৌপ্যমুদ্রাগুলো ফাইন সিলভার দিয়ে তৈরি করা হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0