বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দেশের বাজারে সোনার দাম ২৪ ঘণ্টার ব্যবধানে আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৬০ টাকা বৃদ্ধি পেয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮২ হাজার ৮১০ টাকায়। এতে আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতা স্পর্শ করল।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় এই নতুন দাম কার্যকর করা হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দামের ভিত্তিতে অন্যান্য ক্যারেটের সোনা:
২১ ক্যারেট: এক ভরি এক লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা (১,২০১ টাকা বৃদ্ধি)
১৮ ক্যারেট: এক ভরি এক লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা (১,২৬০ টাকা বৃদ্ধি)
সনাতন পদ্ধতি: এক ভরি এক লাখ ২৩ হাজার ৯৪২ টাকা (৮৭৯ টাকা বৃদ্ধি)
গতকালের তুলনায় একদিনের ব্যবধানে দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের ঊর্ধ্বগতি।
রুপার দাম এই সময়ে অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেটের ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১,৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0