Logo

স্মরণে লোকসংগীতের সম্রাট আবদুল আলীম

১৯৫৬ সালে, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ তাঁর গাওয়া ‘আমি ভিন গেরামের নাইয়া’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘হলুদিয়া পাখি’, ‘সর্বনাশা পদ্মা নদী’, ‘সব সখীরে পার করিতে’— এমন অসংখ্য কালজয়ী লোকসংগীত দিয়ে যিনি বাঙালির হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন, সেই কিংবদন্তি শিল্পী আবদুল আলীমের আজ ৯৪তম জন্মবার্ষিকী। ১৯৩১ সালের ২৭শে জুলাই তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আজ বেঁচে না থাকলেও, তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে।

শৈশবেই পিতাকে হারানোর পর সংগীতই হয়ে ওঠে আবদুল আলীমের একমাত্র সঙ্গী। লেখাপড়ায় মন বসত না, তিনি চলে আসতেন ভাগীরথী নদীর পাড়ে, মাঝির কণ্ঠে গান শুনে ভাবতেন কবে নিজে রেকর্ডে গাইবেন। পাশের গ্রামে এক বাড়িতে থাকা কলের গানে আব্বাসউদ্দিন আহমেদ, কে. মল্লিকদের গান শুনে শুনেই তিনি শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন।

মাত্র ১২ বছর বয়সে, ১৯৪২ সালে, গুরু সৈয়দ গোলাম আলির হাত ধরে তিনি কলকাতায় আসেন। সেখানে নিজের প্রতিভার জোরে তিনি তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হকের মতো ব্যক্তিত্বের স্নেহ লাভ করেন। একসময় তাঁর পরিচয় হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে। আব্বাসউদ্দিনের গাওয়া একটি গান গেয়ে তিনি কবিকে মুগ্ধ করেছিলেন। এরপর মোহাম্মদ সুলতানের সহযোগিতায়, কাজী নজরুল ইসলামের সুরেই তিনি তাঁর জীবনের প্রথম দুটি গান রেকর্ড করেন— ‘তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই’ এবং ‘আফতাব ওই বসল পাটে আঁধার আইলো শেষে’।

১৯৪৭ সালে দেশভাগের পর আবদুল আলীম ঢাকায় চলে আসেন এবং ঢাকা বেতার কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৫৬ সালে, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ তাঁর গাওয়া ‘আমি ভিন গেরামের নাইয়া’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এরপর ১৯৭৪ সাল পর্যন্ত তিনি ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘সুতরাং’, ‘সাতভাই চম্পা’, ‘লালন ফকির’-এর মতো প্রায় ৫০টি সিনেমায় কণ্ঠ দেন।

ভাটিয়ালি, দেহতত্ত্ব, মুর্শিদি, ইসলামী আর লোকসংগীতের এই কিংবদন্তি শিল্পী তাঁর গানের মাধ্যমেই চিরদিন বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।


বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0