এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের যেন এক জাদুকরী ক্ষমতা রয়েছে, তিনি পারেন শিল্পীদের সেরাটা বের করে আনতে এবং এমন সব মেলবন্ধন ঘটাতে, যা আগে হয়তো ভাবাই যায়নি। এবার তাঁর অনুরোধেই এক দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। যিনি সাধারণত নিজের সুরেই গান করেন, সেই রুমি এবার অন্যের সুরে কণ্ঠ দিয়েছেন রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’-র জন্য।
‘আঘাত’ শিরোনামের এই নতুন গানটি তৈরি হয়েছে ‘সহযাত্রী’ ইউটিউব ফিল্মের জন্য, যার রচনা ও পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যের সুরে গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, “মোহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই।” তাঁর এই একটি কথাই প্রমাণ করে, নির্মাতা হিসেবে রাজের প্রতি শিল্পীদের আস্থা এবং ভালোবাসা কতটা গভীর।
রুমি আরও বলেন, “আঘাত’ দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।”
‘আঘাত’ গানটির কথা লিখেছেন লুৎফর হাসান এবং সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। এতে আরফিন রুমির সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’ খ্যাত গায়িকা দোলা। নির্মাতা রাজও গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে রবে।”
গানটি ইউটিউবে ‘সিনেমাওয়ালা মিউজিক’ চ্যানেলে এবং ‘সহযাত্রী’ ইউটিউব ফিল্মটি ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে। একজন গুণী নির্মাতা যে শুধু ভালো গল্পই বলেন না, বরং দারুণ সব শিল্পী ও সংগীতের মেলবন্ধনও ঘটান, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের এই উদ্যোগ যেন তারই এক অনন্য উদাহরণ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0