বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘ময়না’র জন্য সেরা নবাগত অভিনেত্রী রাজ রিপা

“সব প্রাপ্তিই আনন্দের। নতুন নতুন প্রাপ্তি ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। সবাই দোয়া করবেন যেনো সামনের দিনে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একসময় তিনি ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য, খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু খেলার জগৎকে বিদায় জানিয়ে তিনি পা রাখেন রুপালি পর্দার দুনিয়ায়। সেই ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা এবার তাঁর অভিনয়ের জন্য পেলেন স্বীকৃতি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন।

মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’ সিনেমাটি মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি লন্ডনে অনুষ্ঠিত ‘ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩’-এ সেরা চলচ্চিত্র প্রযোজনার পুরস্কার এবং ইতালির ‘গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছিল। এবার সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাজ রিপাও পেলেন ব্যক্তিগত স্বীকৃতি।

এই পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বসিত রাজ রিপা বলেন, “সব প্রাপ্তিই আনন্দের। নতুন নতুন প্রাপ্তি ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। সবাই দোয়া করবেন যেনো সামনের দিনে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি।”

অভিনয়ের পাশাপাশি রাজ রিপা মডেলিং জগতেও এক পরিচিত মুখ। সম্প্রতি তাঁকে বিভিন্ন বড় বড় অ্যাওয়ার্ড শো-তে র‍্যাম্প মডেল এবং শো-স্টপার হিসেবেও দেখা যাচ্ছে। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে বোরকা পরে র‍্যাম্পে হেঁটে তিনি দর্শকদের মন জয় করেছিলেন।

জাতীয় ক্রীড়াবিদ থেকে সিনেমার নায়িকা এবং এখন একজন পুরস্কার বিজয়ী অভিনেত্রী— রাজ রিপার এই যাত্রা প্রমাণ করে, ইচ্ছা এবং পরিশ্রম থাকলে যেকোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করা সম্ভব।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0